সোস্যাল মিডিয়া মার্কেটিং এ অথরিটি বাড়ানো অনেক গুরুত্বপূর্ণ বিষয়। যেমনঃ ধরুন, আপনি বিজনেস বা স্পেসিফিক কোন উদ্দেশ্যে ফেসবুকের কোন পেজ তৈরি করেছেন। ঐ পেজের যদি লাইক বা ফলোয়ার না থাকে তবে আপনার মার্কেটিং কারো কাছে পোছাবে না। যত বেশি মানুষ আপনার পেজের সাথে সম্পৃক্ত থাকবে (লাইক / ফলোয়ারের মাধ্যমে) তত বেশি রেস্পন্স পাবার সম্ভাবনা থাকবে।
এই পোস্টে আমি আপনার সাথে শেয়ার করব কিছু এক্সচেঞ্জ সাইট নিয়ে যার মাধ্যমে খুব সহজেই আপনি ফেসবুক, টুইটার, পিনটারেস্ট, লিংকডিন ইত্যাদি সোস্যাল সাইটের লাইক/ ফলোয়ার বাড়াতে পারবেন।
কাজের পদ্ধতি খুব সহজ। এই সাইট গুলোতে একাউন্ট করবেন। এরপর সেখানে বিভিন্ন পেজের লাইক, ভিডিও লাইক, সাবস্ক্রাইব , ফলো করে পয়েন্ট সংগ্রহ করবেন। এরপর সেই পয়েন্টের মাধ্যেম নিজের পেজ বা চ্যানেলের লাইক বাড়ানো।
এ
ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রাম,ইউটিউব, পিনটারেস্ট, ওকে আর ইউ, সাইন্ডক্লাউড, ওয়েবসাইট ভিউ ইত্যাদির মাধ্যমে পয়েন্ট সংগ্রহ করতে পারবেন এবং নিজের জন্য এক্সচেঞ্জ করতে পারবেন।
কমেন্ট করুন