আমরা সাধারনত উইনডোজ ড্রাইভের আইকন পরিবর্তন করতে চাই। কিন্তু ফোল্ডার আইকন পরিবর্তন খুবই সহজ। ড্রাইভার আইকন পরিবর্তন করাটা একটু এডভান্স। তবে এই পোস্টে change driver icon সম্পর্কে ২ টা সহজ পদ্ধতি নিয়ে আলোচনা করব। দুটি পদ্ধতিই আমাদের দ্বারা পরিক্ষিত। আপনাদের কোন সমস্যা হলে কমেন্টের মাধ্যমে জানাবেন।
ধাপ একঃ প্রথমে আপনাকে তিনটি ফাইল ডাইনলোড করতে হবে।
Name of Application | Drive icon changer | Driver icon Pack | Microsoft .Net |
---|---|---|---|
Size | 204 Kb | 2.18 MB | 231 MB |
Download Link |
ধাপ দুইঃ সফটওয়ারের উপর “Right Click” করে “Run as Administrator” এ ক্লিক করুন।
ধাপ তিনঃ সফটওয়ারটি ওপেন হলেঃ
i) “Select Your Drive” এর নিম্নমুখী তীর আছে সেখানে ক্লিক করে ড্রাইভ সিলেক্ট করুন ( যে ডাইভের আইকন চেঞ্জ করতে চাচ্ছেন, যেমনঃ D) ।
ii) এরপর “Select Your Desire Icon” এর ডানপাশের লাল সার্চ বাটনে ক্লিক করে আপনার পছন্দের আইকনটি সিলেক্ট করুন।(Driver Icon-LiveTrainingBD এর ফোল্ডার থেকে যেকোন একটা)
iii) সবশেষে “Save” বাটনে ক্লিক করুন।

ধাপ চারঃ Icon Changed Successfully এর একটা পপ–আপ ম্যাসেজ আসবে। এখান থেকে ‘Ok’ বাটনে ক্লিক করুন।

ধাপ পাঁচঃ এবার আরেকটা পপ–আপ ম্যাসেজ আসবে যেখানে পিসি রিস্টার্ট দেওয়ার জন্য বলবে। আপনি “Yes” বাটনে ক্লিক করুন।

পিসি রিস্টার্ট এর পর চেক করুন।
ধাপ একঃ Windows bar এর সাথে R বার চাপি ।

ধাপ দুইঃ টাইপ করুন regedit এবং OK প্রেস করুন।

ধাপ তিনঃ যে লিস্ট আসবে যেখানে থেকে HKEY_CURRENT_USER তে ক্লিক করুন।

ধাপ চারঃ HKEY_CURRENT_USER ফোল্ডার এর আন্ডারে Software ফোল্ডার এ ক্লিক করুন।
ধাপ পাঁচঃ Software ফোল্ডার এর আন্ডারে Classes ফোল্ডার এ ক্লিক করুন।
ধাপ ছয়ঃ Classes ফোল্ডার এর আন্ডারে Applications ফোল্ডার এ ক্লিক করুন।
অনেকের Applications ফোল্ডার থাকে না ।সেক্ষেত্রে Classes ফোল্ডার এ রাইট ক্লিক করে New তে গিয়ে Key অপশন এ ক্লিক করলেই একটা নতুন ফোন্ডার আসবে যাকে Rename করে Applications দিলেই Applications ফোল্ডার তৈরি হয়ে যাবে।
ধাপ সাতঃ Applications ফোল্ডার এর আন্ডারে explorer.exe তে ক্লিক করুন।
যদি আগের স্টেপে Applications ফোল্ডারটি আপনি নিজে তৈরি করেন । তবে এখন explorer.exe ফোন্ডারটিও আপনাকে তৈরি করে নিতে হবে। এর জন্য Applications ফোল্ডার এ রাইট ক্লিক করে New থেকে Key অপশন ক্লিক করলেই একতা নতুন হবে যার নামে rename করে explorer.exe দিলেই হবে।
ধাপ আটঃ explorer.exe ফোল্ডার এর আন্ডারে Drives এ ক্লিক করুন।
যদি আগের স্টেপে explorer.exe ফোল্ডারটি আপনি নিজে তৈরি করেন । তবে এখন Drives ফোন্ডারটিও আপনাকে তৈরি করে নিতে হবে। এর জন্য explorer.exe ফোল্ডার এ রাইট ক্লিক করে New থেকে Key অপশন ক্লিক করলেই একতা নতুন হবে যার নামে rename করে Drives দিলেই হবে।
ধাপ নয়ঃ Drives ফোল্ডার এর আন্ডারে ড্রাইভ নেমের উপর (C/ D/ E/F ) এ ক্লিক করুন।
যদি আগের স্টেপে Drives ফোল্ডারটি আপনি নিজে তৈরি করেন । তবে এখন ড্রাইভ নেমের ফোন্ডারগুলোও আপনাকে তৈরি করে নিতে হবে।Drives এ রাইট ক্লিক করে New থেকে Key অপশন ক্লিক করলেই একটা নতুন ফোন্ডার হবে যার নামে rename করে C দিলেই হবে।... এভাবে আপনার পিসির যে কয়টি ড্রাইভ আছে সব গুলো বানিয়ে নিন (D/ E/F )।
ধাপ দশঃ C ফোল্ডার থেকে সাব ফোল্ডার Default icon নামে বানাতে হবে। যদি আগে থেকেই থাকে তবে ক্লিক করুন।
ধাপ এগারঃ এরপর Default ফোল্ডার এ রাইট ক্লিক করে Modify অপশন থেকে Value Data বক্স এ সেই এড্রেস লিখতে হবে যেখানে আপনার কাঙ্ক্ষিত আইকন আছে।
ধাপ বারঃ ড্রাইভ লোকেশন দেয়ার পর একটা / যোগ করে আইকন ফটো নাম লিখে দিতে হবে ।অবশ্যই .ico এক্সটেনশন থাকতে হবে ফটো ফাইল নাম এ।
এবং Ok চাপতে হবে।
কমেন্ট করুন