ফটোশপ গ্রাফিক্স ডিজাইনের সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যার। এর মডিউল ইংলিশের জন্য। তাই ইংলিশে লেখার ক্ষেত্রে তেমন কোন সমস্যা হয় না। কিন্তু বাংলায় লিখতে গেলে অনেক সময় লেখা ভেঙ্গে আসে।এটা অত্যন্ত বিরক্তিকর একটা ব্যাপার। আজকে আমি আপনাকে এর পরিপূর্ণ সমাধান দিব।
আশা করি , এই গাইড অনুসরন করার পর আপনার আর কোন সমস্যা হবে না। জামালাহীনভাবে আপনি বাংলা লিখতে পারবেন।
রিকয়ারমেন্টঃ
কাজের পদ্ধতিঃ
২. নতুন ফাকা ডকুমেন্ট নিন।
৩. মেনু বার থেকে অভ্র আইকনে রাইট ক্লিক > Tools এর উপর মাউস রাখুন > Output as ANSI (Are You sure?)

৪. পপ-আপ বক্স থেকে Use ANSI abyway তে ক্লিক করুন।

৫। ফটোশপ থেকে Siyam Rupali ANSI ফন্ট সিলেক্ট করে দিন। (ফন্ট ন পেলে টেক্সস টুলসে ক্লিক করুন)

৬। অভ্র কি-বোর্ডের বাংলা অপশন চালুর জন্য কিবোর্ড থেকে F12 প্রেস করুন।
এবার আপনি ইচ্ছামত বাংলা লিখুন। কোন লেখা আর ভাঙ্গবে না।
কমেন্ট করুন